November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 21st, 2022, 9:18 pm

৯৬ বছরে রানী এলিজাবেথ

অনলাইন ডেস্ক :

যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার (২১ এপ্রিল) ৯৬তম জন্মদিন উদযাপন করছেন। বিবিসি জানায়, ব্রিটেনের দীর্ঘতম রাজত্বকারী রানী তিনি। হেলিকপ্টারে তার নরফোক এস্টেটে গিয়ে সেখানে তিনি পরিবার এবং বন্ধুদের সাথে যোগ দেন। এলিজাবেথ তার প্রয়াত স্বামী প্রিন্স ফিলিপের পছন্দের এস্টেটের একটি কুটিরে থাকবেন বলে আশা করা হচ্ছে। জন্মদিন উপলক্ষে একটি ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে রানীকে দুটি পোনি ঘোড়াসহ দেখানো হয়েছে। ছবিতে ঘোড়ার প্রতি তার ভালবাসা প্রকাশ। ছবিটি উইন্ডসর ক্যাসেলে তোলা হয়েছিল। রানী বর্তমানে এখানেই বেশিরভাগ সময় থাকেন। তিনি ১৯২৬ সালে ব্রুটন স্ট্রিটের একটি লন্ডন টাউনহাউসে জন্মগ্রহণ করেন। সেখানে তিনি তার বাবা এবং মায়ের সাথে থাকতেন। পরবর্তীতে তারা রাজা ষষ্ঠ জর্জ এবং রানী এলিজাবেথ হয়েছিলেন। রানীর ৯৬ তম জন্মদিন একজন ব্রিটিশ রাজার জন্য আরেকটি অভূতপূর্ব বয়স চিহ্নিত করা হয় কারণ এ বছরে তিনি প্রথম রানী হিসেবে সিংহাসনে ৭০ বছরের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন করেছেন। পরবর্তী সবচেয়ে দীর্ঘজীবী স¤্রাটরা হলেন রানী ভিক্টোরিয়া এবং তৃতীয় জর্জ। তারা ৮১ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন।