April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 31st, 2023, 7:52 pm

৯৯৯-এ কল: হত্যা মামলার ২৬ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে মামলার ২৬ বছর পর ধরা পড়লেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেয়ার পর রাউজান থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সুলতান আহাম্মদ (৮৩) উপজেলার পশ্চিম গহিরা এলাকার মৃত লাল মিয়ার ছেলে। ১৯৯৬ সালের নভেম্বরে রজু করা হত্যা মামলার আসামি তিনি। এতদিন তিনি নানাভাবে পালিয়ে ছিলেন।

মঙ্গলবার জাতীয় জরুরি সেবার (৯৯৯) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে রাউজানের নোয়াপাড়া লাম বাজার থেকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি জানান। কলটি কনস্টেবল জয় বিশ্বাস রিসিভ করেন। জয় তাৎক্ষণিকভাবে রাউজান থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য বলেন।

সংবাদ পেয়ে রাউজান থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়।

পরে রাউজান থানা পুলিশ দলের নেতৃত্বে থাকা এএসআই সুজন ৯৯৯-কে জানান, রাউজান থানায় ১৯৯৬ সালের নভেম্বরে রজু করা হত্যা মামলায় যাবজ্জীনবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুলতান আহাম্মদকে গ্রেপ্তার করা হয়।

—-ইউএনবি