অনলাইন ডেস্ক :
ঈদুল ফিতর এবং মে দিবসের টানা ৯ দিনের ছুটি শেষে সোনাহাট স্থলবন্দর দিয়ে পুরোদমে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এতে বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য। রোববার (৮ মে) সকাল থেকে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। গত ৩০ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত টানা ৯ দিন এই কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল। সোনাহাট স্থলবন্দরের সহকারি পরিচালক (ট্রাফিক) মো. গিয়াস উদ্দিন জানান, রোববার (৮ মে) সকালে ভারতের ধুবড়ি জেলার গোলকগঞ্জ স্থলবন্দর থেকে নয়টি পাথরবাহী ট্রাক প্রবেশের মাধ্যমে ছুটি শেষে বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল জানান, গত ২৯ এপ্রিল (শুক্রবার) সাপ্তাহিক ছুটি এবং ৩০ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ঈদুল ফিতর এবং মে দিবস উপলক্ষে টানা ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। রোববার (৮ মে) ছুটি শেষে আমদানি-রপ্তানি শুরু হওয়ায়িএই স্থলবন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম
সম্পদের অপচয় ও দুর্নীতি প্রতিরোধে সহায়ক অটোমেটেড সরকারি আর্থিক সেবা