November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 4th, 2021, 7:30 pm

৯ লক্ষাধিক প্রদীপ জ্বেলে গিনেস বুকে অযোধ্যা

অনলাইন ডেস্ক :

দীপাবলী উৎসব উপলক্ষে ৯ লাখেরও বেশি মাটির প্রদীপ জ্বেলে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে ভারতের উত্তরপ্রদেশের শহর অযোধ্যা। শহরটির পাশ দিয়ে বয়ে যাওয়া সরযু নদীর তীরে গত বুধবার জ্বালানো হয়েছিল মোট ৯ লাখ ৪১ হাজার ৫৫১টি প্রদীপ। একটি জায়গায় এত সংখ্যক মাটির প্রদীপ আগে কখনও কোথাও জ্বলেনি। এ কারণেই গিনেসের রেকর্ডবুকে নাম উঠেছে অযোধ্যার। নতুন এই রেকর্ডের সংবাদ গত বুধবারই জানিয়েছে উত্তরপ্রদেশ রাজ্যের তথ্য ও সম্প্রচার দফতর। গিনেস কর্তৃপক্ষ রেকর্ডের একটি সার্টিফিকেট বা শংসাপত্রও দিয়েছে। সরযু নদীর তীর ছাড়াও অযোধ্যার বিভিন্ন এলাকায় আরো ৩ লাখ মাটির প্রদীপ জ্বালানো হয়েছিল গত বুধবার। সরযূর তীরে অনুষ্ঠানে গত বুধবার উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ১২ হাজার স্বেচ্ছাসেবক প্রদীপ জ্বালানোর কাজে হাত লাগিয়েছিলেন। এসময়, নদীর রাম কি পেড়ি ঘাটে লেজার শোয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল রামায়ণের বিভিন্ন দৃশ্য। সব মিলিয়ে দীপাবলির প্রাক্কালে নতুন রেকর্ডের সাক্ষী হয়ে থাকল অযোধ্যা, হিন্দুদের পবিত্র গ্রন্থ রামায়নে যে স্থানকে বলা হয়েছে ‘রাম জন্মভূমি’।