চট্টগ্রামের ফটিকছড়িতে পাথরবোঝাই ট্রাক ও রাবারবোঝাই ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় অন্য ট্রাকটির চালক আহত হন।
মঙ্গলবার ৫ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে উপজেলার নাজিরহাট এলাকার নতুন রাস্তার মুখে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাবারবোঝাই ডাম্প ট্রাকচালক ও ফটিকছড়ি ভুজপুর থানার ঝিলতলী এলাকার মো. মোসলেম উদ্দিনের ছেলে মো. রুবেল (২৬) এবং তার সহকারী ও একই এলাকার আব্দুর রশিদের ছেলে মো. আলমগীর (২৮)। তারা দু’জন সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বলে জানা গেছে।
আহত পাথরবোঝাই ট্রাকের চালক নূর মিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, ফটিকছড়ি ভুজপুর রাবার বাগান থেকে রাবারবোঝাই করে চট্টগ্রামের দিকে যাচ্ছিল ডাম্প ট্রাকটি। এটি ভোর রাতে নাজিরহাট নতুন রাস্তার মুখে পৌঁছালে একই সময়ে চট্টগ্রাম থেকে ফটিকছড়িমুখী পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে ডাম্প ট্রাকের চালক ও তার সহকারীর মৃত্যু হয়। অন্য ট্রাকটির চালক গুরুতর আহত হন। দু’টি ট্রাকই জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
—-ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি