অনলাইন ডেস্ক :
দেশীয় সঙ্গীতের ‘সুরের রাজকুমারী’খ্যাত জনপ্রিয় কণ্ঠতারকা আঁখি আলমগীর সারা বছরই দেশে বিদেশে সুর-সঙ্গীত নিয়ে ব্যস্ততায় কাটান। সুন্দরী-সুরেলা এই জনপ্রিয় সঙ্গীতশিল্পী ক্যারিয়ারের শুরু থেকেই বৈচিত্র্যময় গানে কণ্ঠ দিয়ে শ্রোতা-দর্শক ও ভক্তদের গানে মাতোয়ারা করে আসছেন। আঁখির গাওয়া ফাস্ট বিটের কিছু গান ছাড়া যেমন বাংলাদেশের স্টেজ শো পরিপূর্ণ হয় না। তেমনি বিদেশের স্টেজ শোতেও তিনি এসব গানে অনবদ্য। এসব গানের পাশাপাশি তিনি গেয়েছেন অনেক সোলফুল মেলোডিয়াস গান।
অন্যদিকে, তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন রাগনির্ভর সেমিক্ল্যাসিক্যাল ধাচের গান গেয়ে। বুধবার সন্ধ্যায় আঁখি গেয়েছেন একেবারেই ভিন্নধর্মী একটি গান। ‘পাখির গান’ শিরোনামের এই গানে একইসঙ্গে রয়েছে মেলোডি আর ফাস্ট বিটের দারুণ সংমিশ্রণ। আঁখি আলমগীর জানান, এবার পাখি নিয়ে গান গাইলেন তিনি। এই গানে তার সহশিল্পী জনপ্রিয় গায়ক বেলাল খান। ‘পাখির গান’ গানটি লিখেছেন গীতিকার-সুরকার প্লাবন কোরেশী। আঁখি আলমগীরের সঙ্গে গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুরও করেছেন বেলাল খান। আর সঙ্গীতায়োজন করেছেন সজীব।
নতুন গানটি নিয়ে আঁখি বলেন, পাখির গানে যেমন আছে মেলোডি, তেমনিতে রয়েছে ফার্স্ট বিটের অনুপম ছোঁয়া। আশা করছি, শ্রোতাদের গানটি হৃদয় ছুঁয়ে যাবে। সারা বছর স্টেজ শোতে সবচেয়ে ব্যস্ত থাকা আঁখি আলমগীর শীত মৌসুমে যেনো আরও বেশি ব্যস্ত হয়ে পড়েন। চলতি সপ্তাহেই তিনি সুরের মূর্ছনায় মাতিয়েছেন ঢাকার অভিজাত গুলশান ক্লাবের সদস্যদের। সম্প্রতি তার জনপ্রিয়তা আর শ্রেষ্ঠত্বের ঝুলিতে যোগ হয়েছে আরেকটি প্রাপ্তি ‘সেলফ রিলায়েন্স’ অ্যাওয়ার্ড। এই শিল্পীর হাতে বিশেষ এই পুরস্কারটি তুলে দেন দেশের কিংবদন্তি দুই অভিনয়শিল্পী দিলারা জামান ও শম্পা রেজা।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ