অনলাইন ডেস্ক :
১২ বছর পর আবারো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলবেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার পর ওল্ড ট্রাফোর্ডের চেনা আঙিনায় অনুশীলনে ফিরে বললেন, আয়েসে দিন কাটাতে আসেননি তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর থেকেই সারা বিশ্বের ফুটবল প্রেমীদের মাঝে জল্পনা রোনালদোকে রেড ডেভিলসের জার্সিতে আবার খেলতে দেখা যাবে। রোনালদোর সামনে রয়েছে অনেকগুলো মাইলফলক। রোনালদোর ক্যারিয়ারের গোলসংখ্যা ৭৮৫। প্রথম ফুটবলার হিসেবে ৮০০ গোল করতে রোনালদোর প্রয়োজন আর মাত্র ১৫টি গোল। ইংলিশ প্রিমিয়ার লিগে আর মাত্র ১৬টি গোল করতে পারলেই প্রিমিয়ার লিগে ১০০ গোল হয়ে যাবে রোনালদোর। রোনালদো চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। বর্তমানে তার গোলসংখ্যা ১৩৫টি। আর ১৫টি গোল করতে পারলে ইউরোপসেরার এই লিগে ১৫০ গোল করার কীর্তি গড়বেন রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যানইউয়ের পক্ষে মোট ১১৮টি গোল করেছেন সিআরসেভেন। আর ৩২টি গোল করতে পারলে ম্যানইউয়ের জার্সিতে ১৫০ গোল হয়ে যাবে তার।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা