২০২৪ সালের মার্চ মাস থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইতালির রোমে ফ্লাইট চালু করা হবে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিমানের ট্রেনিং সেন্টারে এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত ‘এটিজেএফবি ডায়ালগ’ অনুষ্ঠানে এসব কথা বলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অতিরিক্ত সচিব শফিউল আজিম।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘রোমে বিমানের ফ্লাইট ২০০৯ এর পর বন্ধ করেছিলাম। এখন আবার চালু করা হবে। এজন্য জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ করা আছে, গ্রাউন্ড হেন্ডেলিং ফাইনাল করা আছে।’
তিনি আরও বলেন, ‘আমরা রোমে সরসরি অথবা কোনো দেশকে ভায়া করতে পারি। আমরা এটি নিয়ে স্টাডি করছি। যদি সরাসরি ফ্লাইট যায় রোমে তাহলে ৯/১০ ঘণ্টা লাগবে।’
যদি ট্রানজিশন বা বিরতি নেওয়া হয় তাহলে কোন দেশে হবে জানতে চাইলে তিনি বলেন, ‘কুয়েত অথবা দুবাই (সংযুক্ত আরব আমিরাত) হতে পারে। তবে এসব বিষয়ে কোনো কিছুই ফাইনাল না।’
এটিজেএফবি ডায়ালগ সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি ও বাসসের বিশেষ প্রতিনিধি মো. তানজিম আনোয়ার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি জিয়াউল হক সবুজ।
এ ডায়ালগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও এটিজেএফবি সদস্যরা উপস্থিত ছিলেন।
—–ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম
সম্পদের অপচয় ও দুর্নীতি প্রতিরোধে সহায়ক অটোমেটেড সরকারি আর্থিক সেবা