অনলাইন ডেস্ক :
২০২৪ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলামের সংক্ষিপ্ত তালিকায় তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তারা। কারণ পুরো টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে তাদের অনাপত্তিপত্র দেওয়া হয়নি। এবার জানা গেলো কারণ। মূলত এই দুই পেসার ইনজুরিপ্রবণ বলেই তাদের নিয়ে ঝুঁকি নিতে চায়নি দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এনিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা
বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘তাসকিন-শরিফুলকে (অনাপত্তিপত্র) না দেওয়ার কারণ হচ্ছে তাদের ইনজুরি। তাসকিন কিন্তু এখনও অনুশীলন করছে। কালও আমার সঙ্গে কথা হয়েছে, সে বলছে যে, সে প্রায় ফিট। কিন্তু এই দুজন খুবই ইনজুরিপ্রবণ খেলোয়াড়। আপনারা জানেন যে বিশ্বকাপে তাসকিন কিন্তু পুরোপুরি ফিট ছিল না। সে কিন্তু ফিফটি পার্সেন্ট ফিট হয়ে খেলেছে।’ তাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে কি না, এই প্রশ্নে কূটনৈতিক উত্তর দিয়েছেন জালাল ইউনুস, ‘ক্ষতিপূরণের কথা খারাপ শোনায়। বোর্ড আর খেলোয়াড়ের মধ্যে এটা পারস্পরিক বোঝাপড়া।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা