অনলাইন ডেস্ক :
ইংল্যান্ড-ভারত পঞ্চম টেস্ট বাতিলের পেছনে আসল কারণ হিসেবে দেখানো হচ্ছে আইপিএলকে। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন এই থিওরি প্রবর্তন করেছেন। অন্যদিকে ভারতীয় দল বলছে, ভারতীয় দলের ফিজিও যোগেশ পারমার করোনায় আক্রান্ত হওয়ায় ম্যানচেস্টারে পঞ্চম টেস্ট খেলতে রাজি হননি ভারতীয় দলের ক্রিকেটাররা। কিন্তু ভনের মতো অনেকেই বলেছেন, ক্রিকেটাররা আইপিএল খেলতে এতটাই উদ্রগীব ছিলেন যে, সামান্য ছুতো পেয়ে টেস্ট বর্জন করেছেন। ভনদের এমন মন্তব্য মানতে পারেননি ভারতের সাবেক অল-রাউন্ডার ইরফান পাঠান। তিনি টুইটারে বেশ রেগেমেগে লিখেছেন, ‘আমার দাঁত যদি পড়ে যায়, তাহলেও কি আইপিএল টুর্নামেন্টকে দোষ দেব?’ তিনি আইপিএলের সঙ্গে কোনো সম্পর্ক দেখছেন না। অন্যদিকে মাইক আথারটনের মতো কিংবদন্তিও ম্যঞ্চেস্টার টেস্ট বাতিলের জন্য আইপিএলকেই দায়ী করেছেন। ক্রিকেটবিশ্বে ভারতীয় বোর্ডের প্রভাবের কথা সবারই জানা। তারা সেই প্রভাব খাটিয়ে এর আগেও অনেক কা- করেছে। ল্যাঙ্কশায়ারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভারত-ইংল্যান্ড টেস্ট বাতিল হওয়ায় তারা বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী টম হ্যারিসন বলেছেন, আইপিএলকে টেস্ট বাতিলের জন্য দায়ী করা ঠিক নয়। ভারতীয় ক্রিকেট বোর্ডও চাইছিল টেস্ট ম্যাচটি হোক। কিন্তু সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ কিংবা ভারতের শ্রীলঙ্কা সফরে দেখা গেছে, দলে করোনা হানা দিলেও কোনো আন্তর্জাতিক ম্যাচ বাতিল হয়নি। হয়তো এক বা ২ দিন দেরিতে হয়েছে। তাই এই যুক্তিও খাটছে না।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা