জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
রংপুর জেলা রাইট টু ফোরাম ও জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যদের সাথে বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা বাস্তবায়ন ও পরবর্তী করনীয় শীর্ষক মতবিনিময় সভা মঙ্গলাবার আরডিআরএস এর বেগম রোকেয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জেলা রাইট টু ফুড ফোরামের সভাপতি কেএম আলী সম্রাট এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন ইএসডিও জানো প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোরশিয়া রহমান। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এনায়েত হোসেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডাঃ এসএম সাইদুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ এনামুল হক।
আলোচক হিসেবে কেয়ার বাংলাদেশের মাল্টিসেক্টরালস গর্ভনেন্স এর ম্যানেজার গোলাম রব্বানী ও জানো প্রকল্পের সমন্বয়কারী রেজওয়ানুর রহমান বক্তব্য দেন। এছাড়াও জেলা রাইট টু ফুড ফোরামের সদস্য, জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য, সিভিল সোসাইটির সদস্য, এনজিও প্রতিনিধি বক্তব্য দেন। মতবিনিময় সভায় চলমান পুষ্টি কার্যক্রম এগিয়ে নিতে কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের ঐক্যবদ্ধ করে বাস্তবায়ন করার আহবান জানানো হয়।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি