November 23, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 7th, 2024, 4:46 pm

চট্টগ্রামে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১০ আসনের কলসি পাহাড়তলী এলাকায় নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুইজন গুলিবিদ্ধ হয়েছে।

রবিবার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে ভোট চলাকালে পাহাড়তলী ডিগ্রি কলেজের সামনে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুইজন হলেন- শান্ত বড়ুয়া (৩০) ও মো. জামাল (৩২)। তারা দুইজন স্বতন্ত্র প্রার্থী ফুলকপি প্রতীকের মনজুর আলম মঞ্জুর কর্মী বলে জানা গেছে।

সংঘর্ষ খুলসি জাকির হোসেন রোডে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নৌকার প্রাথী মো. মহিউদ্দিন বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী মনজুর আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ কর্মীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ বলেন, উভয়পক্ষের গুলিবিনিময় হয়েছে কি না আমরা জানি না। দুইপক্ষের মারামারিতে একজন গুলিবিদ্ধ হয়েছে। নিশ্চয়ই এখানে অবৈধ অস্ত্র ব্যবহার হয়েছে। গুলির ধরন দেখে বোঝা যাচ্ছে এটি পিস্তলের গুলি।

পাহাড়তলী কলেজ কেন্দ্র এলাকায় দেখা যায়, সড়কে ইট-পাটকেল ছড়িয়ে ছিটিয়ে আছে।

—–ইউএনবি