November 23, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 9th, 2024, 7:58 pm

সহিংসতা পরিহার করে বাংলাদেশে মানবাধিকার-আইনে শ্রদ্ধা নিশ্চিতে সব পক্ষের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সব ধরনের সহিংসতা পরিহার করতে এবং বাংলাদেশে মানবাধিকার ও আইনের শাসনকে সম্পূর্ণভাবে শ্রদ্ধা দেখাতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

সোমবার (৮ জানুয়ারি) জাতিসংঘ মহাসচিবের সহযোগী মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোতো নিনো নিউ ইয়র্কে নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ‘সেখানে গণতন্ত্র ও অর্থনৈতিক সমৃদ্ধির সুসংহতকরণের জন্য এটি অপরিহার্য। এই বিষয়ে আপনাদেরকে এটাই বলতে পারি।’

সহযোগী মুখপাত্র বলেন, তারা বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তা দেখেছেন।

তিনি বলেন, ‘যা ঘটছে তা মহাসচিব অনুসরণ করছেন। তিনি বিরোধীদের নির্বাচন বয়কটের সিদ্ধান্তের কথা উল্লেখ করেছেন।’

ভিন্নমতাবলম্বী ও সমালোচকদের কণ্ঠরোধ এবং বিরোধী নেতাদের গ্রেপ্তারের সব অভিযোগ জাতিসংঘ মহাসচিব আমলে নিয়েছেন।

সহযোগী মুখপাত্র বলেন, ‘তিনি স্পষ্টতই নির্বাচনের আগে এবং নির্বাচনের সময় সহিংসতার ঘটনা সম্পর্কে উদ্বিগ্ন।’

বাংলাদেশ সরকারের গণতন্ত্রের পরিবেশ গড়ে তোলা অপরিহার্য উল্লেখ করে বলেন, ‘সব ধরনের সহিংসতা পরিহার করুন এবং মানবাধিকারকে সম্মান করার বিষয় নিশ্চিত করুন।’

—–ইউএনবি