November 23, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 16th, 2024, 7:52 pm

বগুড়ায় ট্রাক ও বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ১০

বগুড়ার আদমদীঘিতে বাস ও ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে উপজেলা হাসপাতাল গেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক ইমরান হোসেন (২৩) নওগাঁ জেলার মান্দা উপজেলার কোনাইল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নওগাঁ-ঢাকা মহাসড়কের আদমদীঘি হাসপাতাল গেটের সামনে নওগাঁগামী রডবোঝাই ট্রাকের সঙ্গে ঢাকাগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকচালক ইমরান ঘটনাস্থলেই প্রাণ হারান।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, আহতদের মধ্যে তানু হোসেন (২৭), নাঈম (২৫) ও রেজাউলকে (৪৫) আদমদিঘি উপজেলা হাসপাতাল থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, ইমরানের লাশ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। অতিরিক্ত কুয়াশা ও দ্রুতগতির জন্য দুর্ঘটনা হতে পারে বলে পুলিশ ধারণা করছে।

—-ইউএনবি