November 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 21st, 2024, 7:55 pm

মাদরাসা থেকে পালাতে গিয়ে ৬ তলার কার্নিশে আটকে পড়ল শিশু

ব্রাহ্মণবাড়িয়া সদরের একটি মাদরাসা থেকে পালাতে গিয়ে ভবনের ছয়তলার কার্নিশে আটকে পড়ে এক শিশু।

রবিবার (২১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার।

তিনি বলেন, শনিবার ব্রাহ্মণবাড়িয়া সদরে সালমা সাঈদ তাহফিজুল কুরআন মাদরাসার এক শিক্ষার্থী পালানোর জন্য সাততলা মাদরাসা ভবনের ছাদ থেকে দড়ি বেয়ে নামছিল।

কিছুদূর নামার পর সে আতঙ্কিত হয়ে ছয়তলার কার্নিশে আটকে পড়ে। এরপর সে নিচেও নামতে পারছে না, উপরেও উঠতে পারছে না।

সাগর নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জরুরি উদ্ধার সহায়তার অনুরোধ জানান।

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল কাজী রাসেল। কনস্টেবল রাসেল তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়া সদর ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়।

সংবাদ পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে সাড়ে ১৩ বছর বয়সী শিশুটিকে উদ্ধার করে মাদরাসা কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া সিনিয়র স্টেশন অফিসার নাজমুল আলম ৯৯৯-কে এ বিষয়ে নিশ্চিত করেন।

—-ইউএনবি