November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 23rd, 2024, 8:20 pm

‘চিতা’র সংলাপ-চিত্রনাট্যে আব্দুল আজিজ

অনলাইন ডেস্ক :

প্রয়াত লেখক কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানা। মাসুদ রানাকে নিয়ে সিনেমাও হয়েছে। সেই সাদাকালো যুগে মাসুদ রানা হয়ে পর্দায় হাজির হয়েছেন ড্যাশিং হিরো সোহেল রানা। গেল বছর এবিএম সুমন এসেছেন এ চরিত্রে এমআরনাইন সিনেমায়। বিগ বাজেটের এ সিনেমা বানায় জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটি আবারও নতুন গল্প নিয়ে মাসুদ রানাকে হাজির করতে যাচ্ছে। এবার তারা বেছে নিয়েছে কাজী আনোয়ার হোসেনের ‘চিতা’ গল্পটি। শুধু তাই নয় এ সিনেমার সংলাপ ও চিত্রনাট্য লিখবেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। সম্প্রতি এ সিনেমার ঘোষণা দিয়েছেন তিনি। আবদুল আজিজ বলেন, দেশবরেণ্য লেখক প্রয়াত কাজী আনোয়ার হোসেনের অমর সৃষ্টি মাসুদ রানা সিরিজের ‘অপারেশন চিতা’ গল্প অবলম্বনে জাজের পরবর্তী চলচ্চিত্র ‘চিতা’।

তবে এর পরিচালক ও মাসুদ রানা চরিত্রে কে অভিনয় করবেন তা জানা যায়নি। আবদুল আজিজ জানান, ২৮ জানুয়ারি ছবির মহরত হবে। সেদিন সব বিস্তারিত জানানো হবে। শিল্পী নির্বাচনে অনেক চমক থাকবে বলে জানান এ প্রযোজক। ‘চিতা’ ছবির শুটিং শুরু হবে মার্চে, চলবে এপ্রিল পর্যন্ত। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনা ও পরিবেশনায় এ সিনেমার শুটিং হবে বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে। বিগ বাজেটের সিনেমাটি চলতি বছরেই মুক্তির পরিকল্পনা করছে জাজ। সিনেমাটি বাংলা ও ইংরেজি ভাষায় মুক্তি দেওয়া হবে বিশ্বের ৩০টিরও বেশি দেশে।