মাগুরায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।
শনিবার রাতে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের কাশিনাথপুর চারার বটতলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোটরসাইকেল চালক কলেজছাত্র আবির হাসান অর্ক (১৮) মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী গ্রামের লেমন শেখের ছেলে। আহত মবিন (২২) ও জুবায়েরের (১৯) বাড়ি মাগুরা সদর উপজেলার স্টেডিয়ামপাড়ায়।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আবির মাগুরা শহর থেকে কাশিনাথপুর চারার বটতলা নামক স্থানে যাওয়ার সময় ঝিনাইদহ থেকে আসা বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আবির নিহত হন।
স্থানীয়রা আহত ২ জনকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।
ওসি বলেন, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যান এবং ট্রাকটি পুলিশ আটক করেছে। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা দায়ের হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি