সিনহুয়া, মিউনিখ :
নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে তিন দিনের আলোচনার পর রবিবার (১৮ ফেব্রুয়ারি) শেষ হয়েছে ৬০তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন। এবারের সম্মেলনে ভূ-রাজনৈতিক ঝুঁকি নিয়ে উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করেছেন পশ্চিমা নেতারা।
আয়োজকরা ‘একটি সত্যিকারের ঝুঁকির কথা তুলে ধরেছেন যে, আরও বেশি সংখ্যক দেশ ক্ষতিকর পরিস্থিতিতে নিপতিত, যা সবার জন্যই খারাপ।’
শুক্রবার সম্মেলনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, গত ৭৫ বছরের মধ্যে যে কোনো সময়ের চেয়ে বিশ্ব সম্প্রদায় এখন অনেক বেশি খন্ডিত ও বিভক্ত।
ইউক্রেন সংকট এবং গাজা সংঘাতসহ আঞ্চলিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে অংশগ্রহণকারীরা বর্তমান বৈশ্বিক পরিস্থিতির মধ্যে একটি ‘সিলভার লাইনিং’(খারাপ পরিস্থিতির মধ্যে ভালো কিছুর সন্ধান বা আশাবাদী হওয়া) খুঁজছিলেন।
সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এবার গ্লোবাল সাউথ থেকে বেশি সংখ্যক প্রতিনিধিকে এই ইভেন্টে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা পাশ্চাত্য কর্তৃক নির্ধারিত একটি বৈশ্বিক ব্যবস্থার সংস্কারের বিষয়ে তাদের মতামত প্রকাশ করেন।
সম্মেলনে বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া মোটলি বলেন, ‘একটি বহুপক্ষীয় ব্যবস্থায় আওয়াজ তুলতে সক্ষম হওয়া দরকার।’
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২