নিজস্ব প্রতিবেদক, রংপুর:
স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিল ওয়েল (বিপি) এর ১৬৭তম জন্মবার্ষিকী (বিপি দিবস) ও বিশ্ব স্কাউট দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ স্কাউট স্কাউটস রংপুর জেলা রোভার আয়োজনে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা রোভারের আওতাধীন বিভিন্ন স্কাউট গ্রুপের রোভার স্কাউট ও গার্ল-ইন রোভার স্কাউট সদস্যদের অংশগ্রহণে নগরীর কাচারী বাজার সংলগ্ন জেলা স্কাউট ভবন থেকে আনন্দ র্যালি বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পুনরায় জেলা স্কাউট ভবনে এসে শেষ হয়।
এর আগে রংপুর জেলা স্কাউট ভবন অডিটোরিয়াম এ জেলা রোভার লিডার আব্দুর রহমান মিন্টু এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা রোভারের কমিশনার প্রফেসর ড. আরেফিনা বেগম। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রংপুর জেলার সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মন । এতে বক্তব্য রাখেন রংপুর জেলা রোভারের সম্পাদক মহাদেব কুমার গুন, জেলা সিনিয়র রোভারমেট রেদোয়ান হোসাইন সুমন প্রমূখ ।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি