জেলা প্রতিনিধি, রংপুর:
রংপুরে দিনব্যাপী খাদ্য ও পুষ্টি মেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) স্নেহা নার্সিং কলেজ হলরুমে সকাল হতে দিনব্যাপী আয়োজিত খাদ্য ও পুষ্টি মেলায় কলেজের বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী শিক্ষার্থীদের মধ্য হতে গ্রুপ-এ (প্রোটিন), গ্রুপ-বি (ফ্যাট), গ্রুপ-সি (কার্বহাইড্রেট), গ্রুপ-ডি (ভিটামিন), গ্রুপ-ই (মিনারেলস্ এন্ড ওয়াটার) ৫টি গ্রুপ অংশ নেয়।
হরেক রকম খাদ্যের সমাহার নিয়ে আয়োজিত এই খাদ্য ও পুষ্টি মেলাটি ফিতা কেটে উদ্বোধন করে অতিথিরা স্টল পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত। আলোচনা শেষে অতিথিদের মাঝে বহুপদের খাবার পরিবেশন ও বিকেলে সকল স্টলের প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেলা শেষ করা হয়।
মেলায় স্নেহা নার্সিং কলেজের চেয়ারম্যান মনোয়ারুল কাদির মাসুমের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম জালাল উদ্দিন, সহকারী অধ্যাপক সেলিম আহমেদ, সহকারী শিক্ষক মনোয়ার হক, বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব তানবীর হোসেন আশরাফী প্রমূখ । মেলার কার্যক্রম পরিচালনা করেন স্নেহা নার্সিং কলেজের অধ্যক্ষ মাজেদা খাতুন, উপধ্যক্ষ ডাক্তার. মনোয়ারা খাতুন, প্রশাসনিক কর্মকর্তা মানিক শাহ্, চীফ একাউন্টস শিমূল ইসলাম প্রমূখ। এ সময় কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি