November 22, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 16th, 2021, 7:09 pm

জাতীয় আর্কাইভে কোন রেকর্ড নষ্ট করা যাবে না, সংসদে বিল পাস

জাতীয় আর্কাইভে কোন রেকর্ড বিনষ্ট করা যাবে না এমন আইন রেখে ‘বাংলাদেশ জাতীয় আর্কাইভ বিল-২০২১’ বৃহস্পতিবার জাতীয় সংসদে পাশ হয়েছে।

হাইকোর্টের আদেশ অনুযায়ী ১৯৮৩ সালের ন্যাশনাল আর্কাইভ অধ্যাদেশ বাতিল করে সংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ সংসদে বিলটি প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।

বিদ্যমান আইনে যে কোনো রেকর্ড বিনষ্ট করার বিধান বাদ দেয়া হয়েছে। ফলে জাতীয় আর্কাইভে সংরক্ষিত কোনো রেকর্ড নষ্ট করা যাবে না। আইনে রেকর্ডের সফট কপি করার বিধান রাখা হয়েছে, যা আগের আইনে যা ছিল না।

জাতীয় আর্কাইভ পরিচালনায় তিন বছরের জন্য ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদ থাকবে এবং এর মহাপরিচালক (ডিজি) সরকার কর্তৃক নিযুক্ত হবেন।

বিদ্যমান আইনে আবেদনের পর ফি দিয়ে গোপন দলিল না হলে যে কোনো ব্যক্তিকে রেকর্ড সরবরাহ করার বিধান রাখা হয়েছে।

কেউ আর্কাইভের কোনো ফাইল চুরি, নষ্ট বা হ্যাক করলে তিন বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হবে। এছাড়া রেকর্ড পাচার করলে পাঁচ বছরের জেল এবং এক লাখ টাকা অর্থদণ্ডের বিধানও রাখা হয়েছে।

—ইউএনবি