অনলাইন ডেস্ক :
সকল জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি আর অধিনায়ক থাকছেন না। তাহলে কে হবেন পরবর্তী অধিনায়ক? ভারতীয় ক্রিকেট বোর্ডের উপদেষ্টা কমিটির প্রধান মদন লাল মনে করেন, পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক কে হবেন তা নিয়ে কোনো আলোচনার প্রয়োজন নেই। কারণ রোহিত শর্মাই তো আছেন। ভারতের ড্যাশিং ওপেনার রোহিত শর্মা এর আগেও সাময়িক সময়ের জন্য ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন। দারুণ সব সাফল্যও পেয়েছেন। মদন লাল বলেছেন, ‘পরবর্তী অধিনায়ক রোহিত শর্মা। এটা নিয়ে আলোচনার কোনো প্রয়োজনই নেই। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে রোহিত দারুণ সফল। আগামী দিনে ভারতীয় ক্রিকেট কীভাবে এগিয়ে যাবে সেটা জয় শাহ বলে দিয়েছে। রোহিত সহ-অধিনায়ক ছিল, কোহলির সঙ্গে কাজ করে তার অভিজ্ঞতাও বেড়েছে।’ তবে মদনলাল ওয়ানডে অধিনায়ক নিয়ে ভাবনাচিন্তা করার জন্য বিসিসিআইকে পরামর্শ দিয়েছেন। তিনি আরও বলেন, ‘নির্বাচকরা ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক নিয়ে আলোচনা করে কি না সেটা দেখতে হবে। এখন পর্যন্ত কোহলি টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে ভালোভাবেই নেতৃত্ব দিয়েছে। কোনো আইসিসি ট্রফি না জিতলেও একটা শক্তিশালী দল গড়েছে। রোহিতের নেতৃত্বের দিকেও নজর রাখতে হবে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত যদি ভালো কিছু করে, তাহলে নির্বাচকদের আলোচনায় উঠে আসবে।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা