November 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 18th, 2021, 7:49 pm

মেসি-নেইমারদের লিগ ওয়ান আবারও ইউরোপের সেরা পাঁচে

অনলাইন ডেস্ক :

গত চার বছর ধরে ইউরোপের শীর্ষ পাঁচ লীগের একটি ফ্রান্সের লিগ ওয়ান। তবে কয়েক সপ্তাহ আগে এক লাফে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ থেকে নেমে পড়েছে ফরাসি লিগটি। পর্তুগিজ ক্লাব বেনফিকা চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত পর্ব নিশ্চিত করায় কাল হয়েছিল লীগ ওয়ানের। বেনফিকার জয়ে পতন হয়েছিল লিগ ওয়ানের। মেসি-নেইমার-রামোসরা খেলছেন এই লিগেই। ইউরোপের সেরা পাঁচ লিগে মেসি-নেইমারদের মতো তারকারা না থাকতে পারায় বিষয়টি আলোচনার তুঙ্গে ছিল। তবে কয়েক সপ্তাহের ব্যবধানে পর্তুগালের প্রিমেইরা লিগাকে পেছনে ফেলে আবারো ইউরোপের সেরা পাঁচে ঢুকে গেছে লিগ ওয়ান। উয়েফা র‌্যাংকিংয়ে ৪৫.০৮১ পয়েন্ট নিয়ে শীর্ষ পাঁচ লিগে এখন ফ্রান্সের লিগ ওয়ান। ৪৪. ৫৪৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে পর্তুগালের প্রিমেইরা লিগা। ৮৯.৪৯৮ পয়েন্ট নিয়ে এই তালিকায় শীর্ষে আছে ইংলিশ প্রিমিয়ার লীগ। দুইয়ে রয়েছে স্প্যানিশ লা লিগা।
এক নজরে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ:
১) ইংলিশ প্রিমিয়ার লীগ- ৮৯.৪৯৮
২) স্প্যানিশ লা লীগা- ৮১.৭১৩
৩) ইটালিয়ান সিরি’আ- ৬৪.৬১৬
৪) জার্মান বুন্দেস লিগা- ৬২.৬৪১
৫) ফ্রেঞ্চ লিগ ওয়ান – ৪৫.০৮১
সূত্র: উয়েফা