অনলাইন ডেস্ক :
ইংল্যান্ডের সোনালী প্রজন্মের সদস্য ছিলেন তিনি। ছিলেন প্রজন্মের সেরা স্ট্রাইকারদের একজন। ৮১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সেই জিমি গ্রিভস। ১৯৬৬ বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার সাবেক ক্লাব টটেনহাম। তারা বিবৃতিতে বলেছে, ‘জিমি গ্রিভসের মৃত্যুর খবরে আমরা ভীষণভাবে ব্যথিত। তিনি শুধু টটেনহামের হয়ে সর্বোচ্চ গোলদাতাই ছিলেন না। দেশের অন্যতম সেরা গোলদাতাও ছিলেন। তিনি নিজ বাড়িতে সকাল বেলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’ গ্রিভস এমনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, যা তাকে প্রজন্মের সেরা গোলদাতার খ্যাতি এনে দেয়। স্পারদের সঙ্গী হওয়ার আগে চেলসিতে ১৬৯ ম্যাচে ১৩২ গোল আছে তার। এরপর তো টটেনহামের লিজেন্ডই হয়ে গেছেন। ক্লাবটিতে ৩৭৯ ম্যাচে তার গোল ২৬৬টি। যা ক্লাবটির সর্বকালের সেরা। ইংল্যান্ডের হয়ে ৫৭ ম্যাচেও তার গোল ৪৪টি। তার মাঝে রয়েছে ৬টি হ্যাটট্রিক।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা