অনলাইন ডেস্ক :
ঠিক প্রথম ম্যাচের সঙ্গে মেলানো যাবে না দ্বিতীয় ম্যাচের। র্যাংকিংয়ে ১০০ ধাপ এগিয়ে থাকা চাইনিজ তাইপের সঙ্গে প্রথম ফিফা ফ্রেন্ডলি ম্যাচে যেন জুজুর ভয় লেগে ছিল বাংলাদেশ দলের। সেই দলটাই প্রথম ম্যাচে হেরেছিল ৪-০ গোলে। তাও আবার গোল খাওয়ার ধরনগুলোও যেন এই বাংলাদেশ দলের সঙ্গে যাচ্ছিল না। অবশেষে সোমবার দ্বিতীয় ম্যাচে যেন খুঁজে পাওয়া গেল ছন্দময় লড়াকু মানসিকতার এক বাংলাদেশকে। যদিও বাংলাদেশ ১৮ মিনিটে ১-০-তে পিছিয়ে পড়ে। তবে এরপর থেকেই যেন বদলে যাওয়া এক বাংলাদেশকে দেখল।
চোখে চোখ রেখে লড়াই করেছে চাইনিজ তাইপের মেয়েদের সঙ্গে। সাবিনা খাতুন, সানজিদা আক্তারদের মতো দলের তারকা খেলোয়াড়দেরকে বাদ দিয়ে দিনের শুরুতেই বড় পরিবর্তনের আভাস দিয়ে রেখেছিলেন কোচ পিটার জেমস বাটলার। ১৪ বছর পর জাতীয় দলের একাদশ থেকে বাদ পড়েন এই অভিজ্ঞ স্ট্রাইকার। তাও কোনো চোটের কারণে নন, পারফরম্যানন্সের জন্য। শুধু সাবিনা-সানজিদাই নন, মাসুরা পারভীনকেও কোচ এদিন একাদশে রাখেননি। রেখেছেন নতুনদের ওপর আস্থা।
প্রথম গোল খাওয়ার পর আবার আনাই মগিনিকে তুলে মাঠে নামালেন নীলুফার ইয়াসমিনকে। স্টপার থেকে রাইট ব্যাকে খেলালেন তাকে। মধ্যমাঠে মনিকাও এদিন বেশ সপ্রতিভ। বেশ কয়েক বার বক্সে ঢুকে আতঙ্ক ছড়িয়েছেন। ঋতুপর্ণা, তহুরা খাতুন, শামসুন্নাহাররাও বেশ কয়েক বার বক্সে ঢুকে খেই হারিয়েছেন। সুযোগ পেয়েও সহজ কিছু গোল মিস করেছেন। সবচেয়ে বড় কথা, রক্ষণভাগ সামলে আক্রমণে ওঠার বদলে পুরোটাই অলআউট খেলেছে বাংলাদেশ। আর এখানেই কোচ পেয়েছে সাফল্য। যদিও গোলটা পাওয়া হয়নি শুধুই অভিজ্ঞতা ও শারীরিক গড়নে পিছিয়ে থাকায়।
এদিকে এ বছরের নারী সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু নির্ধারণ করা হয়েছে নেপালে। গত রোববার এক ভার্চুয়াল সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক। এবারের সাফের আয়োজন করতে আগ্রহী ছিল বাংলাদেশও। তবে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কারকাজ শেষ না হওয়ায় আয়োজক হতে পারল না বাংলাদেশ। এর আগে ২০২১ সাল থেকেই এই স্টেডিয়ামটি সংস্কারকাজের জন্য বন্ধ।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা