September 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 13th, 2024, 4:25 pm

দক্ষিণ কোরিয়ায় দাবদাহে মৃতের সংখ্যা বেড়ে ২১

অনলাইন ডেস্ক :

দক্ষিণ কোরিয়ায় দাবদাহে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন প্রায় ২ হাজার ৩০০ জন।

মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবার হাসপাতালে চিকিৎসাধীন ৫৬ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়। এর আগের দিন তাকে বাড়ির কাছে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।

এ নিয়ে প্রচণ্ড গরমে ২০ মে থেকে ১১ আগস্টের মধ্যে ২১ জনের মৃত্যু হয়েছে।

এ সময়ের মধ্যে তাপজনিত অসুস্থতায় চিকিৎসাধীন মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৯৩ জনে, যা ২০২৩ সালের একই সময়ে ছিল ২ হাজার ১৩৯ জন।

চলমান দাবদাহে ১১ জুন থেকে ১২ আগস্ট পর্যন্ত ৬ লাখ ৫৮ হাজার হাঁস-মুরগিসহ ৭ লাখ ৩ হাজার গবাদি পশুর প্রাণহানি হয়েছে। এছাড়াও ৮ লাখ ৯৫ হাজার চাষ করা মাছ মরে গেছে।

দেশের অধিকাংশ এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে।

মঙ্গলবার সারা দেশে দিনের তাপমাত্রা ৩০-৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানানো হয়।