September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 18th, 2024, 9:02 pm

রাজশাহীতে কুড়িয়ে পাওয়া ১৮ লাখ টাকার ব্যাগ থানায় জমা দিলেন শিক্ষার্থীরা

রাজশাহী নগরীতে কুড়িয়ে পাওয়া ১৮ লাখ টাকাসহ একটি ধাতব বস্তু থানায় জমা দিয়েছেন শিক্ষার্থীরা। ধাতব বস্তুটিতে ১৮টি ছিদ্র আছে বলে জানা গেছে।

রবিবার (১৮ আগস্ট) ভোর ৫টার দিকে নগরীর ভদ্রা এলাকার একটি গলির ভেতর টাকা ভর্তি একটি পড়ে ছিল। সেগুলো কুড়িয়ে পাওয়ার পর বেলা ১১টার দিকে কিছু শিক্ষার্থী নগরির বোয়ালিয়া থানায় গিয়ে জমা দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নগরীর বড়কুঠি ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) শামসুল আলম এবং সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইকবাল হোসেনের উপস্থিতিতে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ টাকাগুলো গ্রহণ করেন।

শিক্ষার্থী আকাশ জানান, নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা রাতভর নগরীর ভদ্রা এলাকায় অবস্থান করেন। রাতের ডিউটি শেষে তারা ভোরে বাসায় ফিরছিলেন। তখন এলাকার একটি ছাত্রাবাসের সামনে ব্যাগ পড়ে থাকতে দেখে উদ্ধার করেন তারা।

ওসি বলেন, ‘থানায় টাকা জমা দিতে এসেছিলেন নাটোরের সিংড়ার রহমত ইকবাল ডিগ্রি কলেজের শিক্ষার্থী আকাশ আলীসহ বেশ কয়েকজন শিক্ষার্থী। তারা সবাই ভদ্রা এলাকার বাসিন্দা।’

—–ইউএনবি