November 22, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 4th, 2024, 8:19 pm

মুক্তি পেল ‘একটি খোলা জানালা’

অনলাইন ডেস্ক :

দীর্ঘদিন পর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন ভিকি জাহেদ। ১৮ জুলাই এটি মুক্তি পাওয়ার কথা ছিল তাঁর ‘একটি খোলা জানালা’। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ছবিটি মুক্তি পিছিয়ে দেয় ওটিটি প্ল্যাটফরম বিঞ্জ। অবশেষে খুলল ভিকির ‘খোলা জানালা’। বুধবার (৪ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। মনস্তাত্ত্বিক থ্রিলার গল্পের এ ছবিতে নার্সের ভূমিকায় অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া ও তাসনিয়া ফারিণ। দুজনের চরিত্রই নার্সের।

গল্পে কেশবগঞ্জ নামের এলাকায় একের পর এক নার্স খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশ্ন উঠছে, বেছে বেছে কেন নার্সদের খুন করা হচ্ছে, কারা করছে? কেন করছে? কেশবগঞ্জ মানসিক হাসপাতালে কাজ করেন তাঁরা। সে হাসপাতালকে ঘিরে গল্প। ভিকি জাহেদ জানিয়েছেন, তাঁর অন্যান্য নাটক-সিরিজের মতো এই নির্মাণেও রয়েছে রহস্য-রোমাঞ্চের উপস্থিতি।

কাজটি প্রসঙ্গে তাসনিয়া ফারিণের বক্তব্য, ‘সাইকো থ্রিলার ঘরানার গল্প আমার বরাবরই ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই কাজটি করা।’ ভিকি জাহেদ ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছেন ‘পুনর্জন্ম’, ‘রেডরাম’, ‘টিকিট’, ‘তিথিডোর’র মতো কাজের জন্য। থ্রিলার ঘরানার নাটক টেলিফিল্মের জন্য বরাবরই দর্শকপ্রিয় এই নির্মাতা।