September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 9th, 2024, 8:50 pm

ছাত্র-জনতা আন্দোলনের সুফল পেতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান নৌপ্রধানের

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, ছাত্র-জনতা সফল আন্দোলনের মাধ্যমে দেশে যে পরিবর্তন নিয়ে এসেছে এ পরিবর্তনের সুফল যাতে দেশ ও জনগণ পায় সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভোলা সার্কিট হাউজে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বিশেষ সভায় এ কথা বলেন তিনি।

নৌপ্রধান আরও বলেন, ‘সশস্ত্র বাহিনী সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা বেসামরিক প্রশাসনকে যথাযথ সহায়তা দিয়ে থাকি। দেশের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে বর্তমানে যৌথ বাহিনীর কার্যক্রম চলছে। অবৈধ অস্ত্র উদ্ধারসহ অন্যান্য কার্যক্রমে সহায়তা করে যাচ্ছি এবং যতদূর পর্যন্ত এটার প্রয়োজন হবে সরকারি নির্দেশনা মোতাবেক আমরা সেই সহায়তা করে যাব।’

৫ আগস্টের পর দেশের বিভিন্ন সহিংসতার বিষয়ে নৌবাহিনী প্রধান আরও বলেন, ‘সারাদেশে বেশ কিছু অরাজকতা ও নাশকতা হয়েছে যা দুঃখজনক। কে বা কারা জড়িত ছিল, অনেক চিহ্নিত সন্ত্রাসী, অনেকে প্রতিহিংসা বা আক্রোশের চরিতার্থ করেছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এ অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে এ ধরনের সহিংসতা অনেকটাই কমে এসেছে।’

নাজমুল হাসান বলেন, ‘আমার বিশ্বাস আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবাই মিলে কার্যক্রম জোরদার করলে অস্থিরতা অনেকটাই কমে আসবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান করব সামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবেন।’

সভায় বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী, জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামানসহ বিভিন্ন দপ্তর প্রধানরা ছিলেন।

—–ইউএনবি