November 21, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 15th, 2024, 8:54 pm

‘গ্লোবাল ইয়ুথ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ড-২০২৪’ পেল বাংলাদেশ ব্যাংক

তরুণদের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখায় ‘গ্লোবাল ইয়ুথ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ড-২০২৪’ পেয়েছে বাংলাদেশ ব্যাংক।

সম্প্রতি মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে অনুষ্ঠিত অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন (এএফআই) গ্লোবাল পলিসি ফোরামের সভায় কেন্দ্রীয় ব্যাংককে এ পুরস্কার দেওয়া হয়।

আর্থিক অন্তর্ভুক্তিবিষয়ক নীতিনির্ধারক ও নিয়ন্ত্রকদের আন্তর্জাতিক জোট এএফআই আর্থিক খাতের জন্য মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল ইয়ুথ ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ড’ দেয়।

রবিবার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরস্কারের জন্য দেশের যুব সমাজের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন কার্যক্রম বিবেচনা করা হয়েছে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য আর্থিক সাক্ষরতার নির্দেশিকা তৈরি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া এসব নির্দেশনা অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট শ্রেণির শিক্ষার্থী ও যুবকদের কাজের ক্ষেত্র নিশ্চিত করতে এবং তাদের আর্থিক সাক্ষরতা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে।

যেমন দেশের ২১ থেকে ৪৫ বছর বয়সি উদ্যোক্তাদের ঋণ দিতে স্টার্টআপ ফান্ড গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক সাক্ষরতা প্রদান এবং ভোক্তাদের স্বার্থ নিশ্চিত করার জন্য একটি পৃথক ওয়েবসাইট (https://finlit.bb.org.bd) চালু করা হয়েছে। এ ছাড়া জাতীয় পাঠ্যক্রমে আর্থিক সাক্ষরতাবিষয়ক একটি অধ্যায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে দেশব্যাপী স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিভিন্ন ব্যাংকে ৪ লাখ ৩০ হাজার স্কুল ব্যাংক হিসাব খোলা হয়েছে। স্কুল ব্যাংকিংয়ে মেয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে আর্থিক খাতে লিঙ্গ বৈষম্য কমানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বর্তমানে স্কুল ব্যাংকিং হিসাবধারী মেয়ে শিক্ষার্থীর হার ৪৮ দশমিক ৯ শতাংশ।

এ ছাড়া প্রশিক্ষণ, দক্ষতাভিত্তিক পেশা ও ব্যবসা ব্যবস্থাপনার জন্য স্কুল ব্যাংকিং হিসাবধারীদের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ দেওয়া হচ্ছে।

—–ইউএনবি