November 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 22nd, 2024, 7:38 pm

পরিচালকের ভূমিকায় পর্দায় ফিরছেন কুসুম সিকদার

নিজস্ব প্রতিবেদক:

ছোটপর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী কুসুম সিকদার, যিনি চলচ্চিত্রেও কাজ করেছেন, হঠাৎ করে পর্দার আড়ালে চলে গিয়েছিলেন। ছয় বছরের বিরতি কাটিয়ে, তিনি ‘শরতের জবা’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন, এবং এই প্রথম তিনি পরিচালকের ভূমিকাতেও রয়েছেন।

গত শুক্রবার সিনেমার টিজার প্রকাশের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন কুসুম। ‘শরতের জবা’ আগামী নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। দুর্গাপূজা উপলক্ষে অক্টোবরে মুক্তির পরিকল্পনা ছিল, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নভেম্বরে মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন। কুসুম সিকদার বলেন, “কোনো উৎসবে মুক্তির পরিকল্পনা ছিল, কিন্তু দেশের পরিস্থিতি বিবেচনা করে সেই পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছে। আশা করছি, সবকিছু দ্রুত স্বাভাবিক হয়ে যাবে।”

সর্বশেষ ২০১৮ সালে নাটকে অভিনয় করেছিলেন কুসুম, আর বড় পর্দায় তাকে দেখা গিয়েছিল ২০১৬ সালে ‘শঙ্খচিল’ সিনেমায়। বিরতি কাটিয়ে অভিনয়ে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, “অনেক দিন পর দর্শক আমাকে পর্দায় দেখবেন। দীর্ঘ বিরতির পর অভিনয় করতে কিছুটা নার্ভাস লাগছে, তবে আমি উদ্দীপিতও বোধ করছি। আশা করছি ভালো কিছু হবে।”

‘শরতের জবা’ সিনেমার গল্প, চিত্রনাট্য ও প্রযোজনাও করেছেন কুসুম সিকদার। তিনি জানান, “শরতের জবার পুরো যাত্রা ছিল পরিশ্রমের এবং শিক্ষণীয়। প্রথমবারের মতো সিনেমা পরিচালনা, প্রযোজনা ও চিত্রনাট্য লেখা আমার জন্য নতুন অভিজ্ঞতা। এখন সিনেমার প্রমোশনে রয়েছি, যা আমার জন্য নতুন চ্যালেঞ্জ।”

সিনেমায় কুসুম সিকদারের সঙ্গে অভিনয় করেছেন ইয়াশ রোহান, জীতু আহসান, শহীদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, মাহমুদুল ইসলাম মিঠু, অশোক ব্যাপারী প্রমুখ। উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন সুমন ধর, এবং কুসুমের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর।