November 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 22nd, 2024, 7:41 pm

শুরু হলো সরকারি অনুদানের দুই ছবির কাজ

অনলাইন ডেস্ক :

সরকার বদলের পর অনেকেই ভাবনায় পড়ে গিয়েছিলেন গত বছর সরকারি অনুদান পাওয়া ছবিগুলোর ভবিষ্যৎ নিয়ে। নির্মাতারা অপেক্ষায় আছেন নতুন সরকারের দিকনির্দেশনার। তবে মোস্তাফিজুর রহমান মানিক ও মোস্তাফিজুর রহমান বাবু এই দলে নেই। দুজনই সরকারি অনুদান পাওয়া ‘রুখসার’ ও ‘ময়নার চর’ ছবির কাজ শুরু করেছেন। মানিকের ‘রুখসার’ ছবিতে নাম ভূমিকায় আছেন নীলাঞ্জনা নীলা। ছবির প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। শিগগিরই শুরু হবে দ্বিতীয় লটের শুটিং।

এদিকে ‘ময়নার চর’ ছবির প্রি-প্রডাকশন ও গান রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন করেছেন মোস্তাফিজুর রহমান বাবু। গত বৃহস্পতিবার ছবির তিন নম্বর ও শেষ গানের রেকর্ডিং হয়েছে। শাহাবুদ্দীন মজুমদারের কথা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার ও সাবরিনা নওশিন তুষি। বাবু বলেন, ‘আমরা বেশ আগেই প্রথম লটের টাকা পেয়েছি। সরকারি টাকা নিয়ে তো বসে থাকার উপায় নেই। সব ঠিক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে নোয়াখালীতে ছবির শুটিং শুরু করব।’