অনলাইন ডেস্ক :
বৃষ্টির কারণে বাতিল করা হয়েছে ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্ট। এতে অংশ নিতে ইতোমধ্যে ঢাকায় এসেছেন পাকিস্তানের ব্যান্ড দল জাল। গত শুক্রবার রাজধানীর ৩০০ ফিটের ঢাকা এরিনায় এটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই কনসার্টে নাম ছিল বাংলাদেশি ব্যান্ড অর্থহীন, ভাইকিংস ও কনক্লুশনেরও। কনসার্টটি আয়োজন করেছে অ্যাসেন, জির্কোনিয়াম, ইন অ্যাফিলিয়েশন উইথ রুটওভার এক্সপিরিয়েন্স। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তিন কারণে স্থগিত হয়েছে কনসার্ট। এরমধ্যে প্রথম কারণ হলো, বৃষ্টি।
এছাড়াও তারা নিরাপত্তা ও সুরক্ষার কথা উল্লেখ করেছেন। অন্যদিকে খোঁজ নিয়ে জানা যায়, কানসার্টের অনুমতি তারা এখনও পায়নি। এখানে নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে। পুরো বিষয়টি নিয়ে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে আয়োজক প্রতিষ্ঠানগুলো। জানায়, সেখানেই বিস্তারিত তুলে ধরা হবে।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ