অনলাইন ডেস্ক :
অধ্যাপক তালাত সুলতানা সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি একই কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ২৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক আশরাফ হোসেন অবসরে গেলে পদটি শূন্য হয়। গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ অধ্যাপক তালাত সুলতানাকে সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ এর উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। উল্লেখ্য, প্রফেসর তালাত সুলতানা তিতুমীর কলেজের ২৯তম অধ্যক্ষ। তিনি উপাধ্যক্ষের দায়িত্ব পাওয়ার আগে একই কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছিলেন।
আরও পড়ুন
এইচএসসির ফল প্রকাশ শিগগিরই: শিক্ষা মন্ত্রণালয়
আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য সকল ধরনের সুযোগ-সুবিধা রাখা হবে: বেরোবি উপাচার্য
তিন মাস পর ক্লাসে ফিরলেন ঢাবি শিক্ষার্থীরা