অনলাইন ডেস্ক :
সাফ চ্যাম্পিয়নশিপ ২০২১ এর উদ্বোধনী ম্যাচে শুক্রবার মালদ্বীপের রাজধানী মালে জাতীয় ফুটবল স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কোচ অস্কার ব্রুজন জয় দিয়েই তার জাতীয় দলের অভিষেক করলেন।
প্রথমার্ধে গোলশুন্য বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ। ডিফেন্ডার তপু বর্মণের গোলে তখনই এগিয়ে যায় বাংলাদেশ।
অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন তপু বর্মণ।
দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ এই আসরে আগামী ৪ অক্টোবর বিকাল ৫টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এছাড়া ৭ অক্টোবর রাত ১০টায় স্বাগতিক মালদ্বীপ এবং ১৩ অক্টোবর বিকাল ৫টায় নেপালের বিপক্ষে নামবে বাংলাদেশ। সবগুলো ম্যাচই মালে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান