November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 5th, 2021, 12:39 pm

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টা বাড়ানোর আহ্বান

ফাইল ছবি

আন্তর্জাতিক সম্প্রদায় এবং আঞ্চলিক দেশগুলোকে রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানে তাদের প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

প্রত্যাবাসনে দেরি হওয়ায় বাংলাদেশে রোহিঙ্গা শিবিরে ক্রমবর্ধমান হতাশায় গুরুতর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা বলেছেন,জরুরি পদক্ষেপ এখন সময়ের প্রয়োজন।

সোমবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত তৃতীয় কমিটির সাধারণ বিতর্কে তার বক্তব্য প্রদানকালে তিনি বলেন, ‘রাখাইন রাজ্যে একটি অনুকূল পরিবেশ তৈরি করা এবং তাদের বিরুদ্ধে সংঘটিত ভয়াবহ অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘যদিও বাংলাদেশ রোহিঙ্গাদের টিকা নিশ্চিত করাসহ মানবিক সহায়তা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করছে তবে এই দীর্ঘ সংকটের চূড়ান্ত সমাধান তাদের নিরাপদ, টেকসই এবং মর্যাদাপূর্ণ মিয়ানমারে প্রত্যাবর্তনের মধ্যে নিহিত আছে।’

কূটনীতিক আরও বলেন, আমরা মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এই কমিটির বার্ষিক রেজুলেশনে ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে কাজ করব।

বিবৃতিতে রাষ্ট্রদূত ফাতিমা এ বছর তৃতীয় কমিটিতে বাংলাদেশের মূল অগ্রাধিকারগুলিও তুলে ধরেছেন।

তিনি বলেন,‘রোহিঙ্গা সংকটের সমাধান ছাড়াও, বাংলাদেশের প্রধান অগ্রাধিকারগুলির মধ্যে রয়েছে ভ্যাকসিন সমতা নিশ্চিত করা, নারীর ক্ষমতায়ন এবং নারীর প্রতি সহিংসতা মোকাবিলা করা, শিক্ষাসহ শিশুদের সকল অধিকার নিশ্চিত করা, অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণ রক্ষা করা এবং জাতীয় ও বৈশ্বিক স্তরে মানবাধিকারের প্রচার ও সুরক্ষা।’

এসময় রাষ্ট্রদূত সমাজে মহামারির অসম প্রভাবের উপর আলোকপাত করে অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল পুনরুদ্ধারের জন্য বৃহত্তর সংহতি ও সহযোগিতার আহ্বান জানান।

–ইউএনবি