September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 5th, 2021, 7:51 pm

বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি শুরু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

অনেকটা শঙ্কা নিয়েই ক্রিকেটাররা মাস্কাট পৌঁছেছে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়। ঘূর্ণিঝড় ‘শাহিন’-এর তা-বে গত দুই দিনে ওমানের দক্ষিণ ও উত্তরের অনেক এলাকা ডুবে গেছে। ফলে নির্ধারিত দিনে বাংলাদেশের ওমান যাত্রা নিয়ে শঙ্কা তৈরি হয়ে। শেষমেশ উড়াল দিলেও মনের কোণে কিছুটা ভয় থেকেই যায়। বৃষ্টি মাথায় নিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা ওমানে পৌঁছালেও মধ্য দুপুর থেকেই পরিবেশ স্বাভাবিক হতে শুরু করে। ফলে মাস্কাটে ঢুকতেই সব স্বাভাবিক। সোমবার রুম কোয়ারেন্টিনে শেষ করে মঙ্গলবার দুপুরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে মাঠে নামবে মাহমুদউল্লাহরা। সোমবার মাস্কট বিমানবন্দর থেকে বাংলাদেশ দলকে নিয়ে যাওয়া হয় সমুদ্রের খুব কাছে অবস্থিত সাংরি-লা আল হুসন রিসোর্ট অ্যান্ড স্পা-তে। এখানে রুম কোয়েন্টিনে আছে মাহমুদউল্লাহরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে হোটলের ছবি ও ভিডিও শেয়ার করেছেন ক্রিকেটাররা। প্রথমবার ওমানে খেলতে গিয়ে ক্রিকেটারদের মধ্যে রোমাঞ্চ কাজ করছে। তাসকিন আহমেদ যেমন হোটেলের সামনের অংশের ছবি দিয়েছেন ফেসবুকে।তিনি বলেছেন, ‘ওমানের আবহাওয়া খুব সুন্দর। আকাশ পরিষ্কার। শহরটাও এখান থেকে ভালো লাগছে। সবচেয়ে বড় কথা হোটেলটা বেশ সুন্দর। আশা করছি ভালো সময় কাটবে।’ শুধু তাসকিন নন, উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও অলরাউন্ডার আফিফ হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ও ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, রুমের বারান্দা থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় প্রকৃতি সুধা মেটাচ্ছেন তারা। তাসকিনের মতো সোহানও বলেছেন, ‘সকালে খানিকটা বৃষ্টি থাকলেও দুপুর থেকে বেশ শান্ত। এখন বেশ রোদের দাপট। তবে গরম নেই ততটা। দারুণ উপভোগ করার মতো সময়।’ এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের অনুশীলনের সূচির পরিবর্তন হয়নি। অনুশীলনে নামবেন ক্রিকেটাররা। তবে অনুশীলনের নামার আগে আরেকবার করোনা পরীক্ষার মুখোমুখি হতে হবে। করোনা নেগেটিভ হলেই মাঠে ফিরতে পারবেন মুশফিক-মাহমুদউল্লাহরা। চার দিন টানা অনুশীলনের পর ৯ অক্টোবর বাংলাদেশ দল যাবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে একদিনের কোয়ারেন্টিন শেষে ১১ অক্টোবর আবার শুরু করবে অনুশীলন। এরপর ১২ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ার্ম-আপ খেলে পরদিন আবার তারা ওমানে ফিরে আসবে। ১৬ অক্টোবর একবেলা অনুশীলনের পরই বিশ্বকাপ মিশন শুরু হবে লাল-সবুজ জার্সিধারীদের। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ। ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের বিপক্ষে ম্যাচের পর ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে। প্রথম পর্ব পার হতে পারলে পরদিনই আবার রওনা দিতে হবে আরব আমিরাতের উদ্দেশে। সেখানে ২৫ অক্টোবর শারজাতে আফগানিস্তান ম্যাচ দিয়ে বাংলাদেশের ‘আসল’ বিশ্বকাপ শুরু হবে।
বাংলাদেশের বিশ্বকাপ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ।
রিজার্ভ: রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।