November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 7th, 2021, 7:59 pm

অবশেষে অ্যাশেজ খেলতে রাজি ইংল্যান্ডের ক্রিকেটাররা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়া সফরে অ্যাশেজ খেলতে যেতে রাজি হলো ইংল্যান্ডের ক্রিকেটাররা। এর মাধ্যমে ২শ মিলিয়ন ডলারের সিরিজ আয়োজনে সবুজ সংকেত পেল অস্ট্রেলিয়া। কঠোর কোভিড-১৯ প্রোটোকল নিয়ে তাদের উদ্বেগ দূর করতে মঙ্গলবার সন্ধ্যায় ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কর্তাদের সাথে কথা বলেছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। ইংল্যান্ড এ- ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে সিদ্ধান্ত নিতে খেলোয়াড়দের এই সপ্তাহের শেষ পর্যন্ত সময় দেয়া হয়েছে। যদি প্রথম সারির খেলোয়াড়রা ভ্রমণে রাজি হয় তবেই দল সফরে যাবে। স্থানীয় ‘ডেইলি টেলিগ্রাফ’ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে রুটের নেতৃত্বেই অস্ট্রেলিয়া সফরে যাবে ইংল্যান্ড দল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইংল্যান্ডের খেলোয়াড় হিসেবে একমাত্র উইকেটরক্ষক জস বাটলারই সফরে রাজি না হতে পারেন। আগেই সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। এ ছাড়া এবারের অ্যাশেজে মঈন আলীকেও পাবে না ইংল্যান্ড। সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মানসিক স্বাস্থ্যের কথা ভেবে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিরতিতে বেন স্টোকস। সম্প্রতি ইংল্যান্ডের খেলোয়াড়দের সাথে দুটি পৃথক আলোচনায় বোঝা যায় লকডাউন এবং পরিবারের জন্য কোয়ারেন্টিন পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছিল প্রধান বিষয়। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে কয়েকদফা আলোচনা পর কঠোর কোয়ারেন্টিন নীতি কিছুটা নমনীয় করা যায় কি-না তা নিয়ে ক্রিকেটারদের আশ্বস্ত করেছে ইসিবি।