অনলাইন ডেস্ক :
পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারে এখন সুসময় চলছে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে যেমন নিয়মিত গোল করছেন, তেমনই করছেন জাতীয় দলেও। শনিবার কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ গোলে জয় পেয়েছে পর্তুগাল। ৩৭ মিনিটের মাথায় বাঁ পায়ের শটে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন রোনালদো। একইসঙ্গে তিনি একটি রেকর্ডও গড়েছেন। জাতীয় দলের জার্সি গায়ে ইউরোপীয় দেশগুলির ফুটবলারদের বিচারে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন সিআর সেভেনের। পর্তুগালের হয়ে এটা তার ১৮১তম ম্যাচ। এর মাধ্যমে তিনি টপকে গেলেন ১৮০ ম্যাচ খেলা স্পেনের সার্জিও রামোসকে। কিছুদিন আগেই ইরানের আলি দায়িকে টপকে দেশের হয়ে সব থেকে বেশি গোল করার রেকর্ড গড়েছিলেন রোনালদো। দেশের জার্সিতে সিআর সেভেনের গোলসংখ্যা ১১২টি। শনিবার রাতে একটিই গোল পেয়েছেন রোনালদো। ম্যাচের দ্বিতীয়ার্ধে শুরুতে পর্তুগালের হয়ে ব্যবধান বাড়ান জোসে ফন্তে। ম্যাচের শেষ মিনিটে পর্তুগালের তৃতীয় গোল আন্দ্রে সিলভার। ‘গ্রুপ এ’ তে তারা সার্বিয়ার থেকে এক পয়েন্ট পিছিয়ে আছে। আগামী মঙ্গলবার বিশ্বকাপ বাছাইপর্বে পর্তুগালের প্রতিপক্ষ লুক্সেমবুর্গ।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা