November 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 15th, 2021, 12:47 pm

আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বিল ক্লিনটন হাসপাতালে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বিল ক্লিনটন মঙ্গলবার একটি সংক্রমণ নিয়ে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।তবে বৃহস্পতিবার তার মুখপাত্র জানিয়েছেন, তিনি ‘সুস্থ’ আছেন।

মুখপাত্র অ্যাঞ্জেল ইউরেনা এক বিবৃতিতে বলেন,৭৫ বছর বয়সী ক্লিনটন মঙ্গলবার সন্ধ্যায় ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া আরভিন মেডিকেল সেন্টারে ভর্তি হন তবে তার সংক্রমণ কোভিড-১৯ সংক্রান্ত নয়।

ইউরেনা বলেন,‘তিনি সুস্থ হয়ে উঠেছেন এবং তিনি ডাক্তার,নার্সও কর্মীদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ।’

ক্লিনটনের মুখপাত্র দ্বিতীয় বিবৃতিতে চিকিৎসক ড. আলপেশ আমিন এবং ড.লিসা বারডাককে উদ্ধৃত করে বলেন, তাকে অ্যান্টিবায়োটিক এবং তরল দেয়া হয়েছে।

চিকিৎসকেরা বলেন,‘দুই দিনের চিকিৎসার পর তার শ্বেত রক্ত ​​কণিকার সংখ্যা হ্রাস পাচ্ছে এবং তিনি অ্যান্টিবায়োটিকের প্রতি ভালোভাবে সাড়া দিচ্ছেন।