অনলাইন ডেস্ক :
টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা অক্ষুন্ন রাখার মিশনে ওয়েস্ট ইন্ডিজ দলে আছে মহাতারকা ক্রিস গেইল। বেশ কিছুদিন ধরে তিনি ভালো করতে না পারলেও সংযুক্ত আরব আমিরাতে ফর্মে ফিরবেন মনে করছেন ক্যারিবীয় অধিনায়ক কাইরন পোলার্ড। জৈব সুরক্ষা বলয়ের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ছেড়ে মাঝ পথেই সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন ‘ইউনিভার্স বস’ গেইল। তাকে বিশ্বকাপ দলে নেওয়ায় সমালোচনাও হয়েছে বিস্তর। আগামী ২৩ অক্টোবর সুপার ১২ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে যখন ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ মিশন শুরু করবে, তখন ৪২ বছর বয়সী গেইল হবেন প্রতিযোগিতায় সবচেয়ে বায়োজেষ্ঠ খেলোয়াড়। টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে সাবেক শ্রীলঙ্কান তারকা মাহেলা জয়বর্ধনের (১,০১৬ রান) সর্বোচ্চ সংগ্রহকে টপকাতে গেইলের প্রয়োজন আর মাত্র ৯৭ রান। তবে পোলার্ড বলেছেন গেইল শুধু রেকর্ড গড়ার জন্য এই আসরে খেলছেন না। তিনি দলকে জিতিয়ে শিরোপা অক্ষুন্ন রাখতেই দলে যোগ দিয়েছেন। কিছুদিন আগেই কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস বলেছিলেন, ফর্মহীনতায় ভোগা গেইলকে বিশ্বকাপে নেওয়া উচিত হয়নি। এবার পোলার্ড বললেন, ‘গেইল যা করেছেন তা বলার ভাষা আমার নেই। তিনি এমন এক খেলোয়াড় যার ঝুলিতে রয়েছে সর্বাধিক রান ও সর্বাধিক ছক্কা। তিনি ব্যাট হাতে দাঁড়ালে প্রতিপক্ষ দলের বোলারদের কাঁপুনি শুরু হয়ে যায়। আমাদের ও তার প্রধান লক্ষ্য হচ্ছে বিশ্বকাপ জয় করে শিরোপা ধরে রাখা। তিনি এখন সেই অপেক্ষায় আছেন।’ মারকুটে পোলার্ড মনে করেন, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের জন্য ছক্কা হাকানোটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে তাদের ক্রিকেটে এর চেয়েও বেশি কিছু আছে। পোলার্ডের ভাষায়, ‘আপনারা দেখেছেন বিশ্বব্যাপী আমরা কিভাবে ক্রিকেট খেলছি। অনেক মানুষ এবং বিশ্লেষকরা ডট বল কিংবা সিঙ্গেলস-ডাবলস নিয়ে চিন্তিত থাকেন। কিন্তু আমাদেরকে এখনো আমাদের শক্তি নিয়ে খেলতে হবে। তবে আমি এটি বলছি না যে, ছক্কার পর ছক্কা হাকিয়ে ওয়েস্ট ইন্ডিজ শিরোনামে এসেছে।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা