জেলা প্রতিনিধি :
টাঙ্গাইলে লরির পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় চালকসহ দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার ভাতকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন– জেলার দেলদুয়ার উপজেলার বাসিন্দা মোমিন (২৮) ও বাঁধন (২৪)। তারা লরির চালক ও হেলপার।
রেজাউল করিম বলেন, ‘মহাসড়ক দিয়ে একটি লরি টাঙ্গাইল শহরে যাচ্ছিল। লরিটি ভাতকুড়া এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি বাস পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে লরিটির চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যান। নিহতদের লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি