November 23, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 29th, 2021, 9:19 pm

চবির ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ৭১ শতাংশই ফেল

ফাইল ছবি

জেলা প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৮ হাজার ৫৩৬ জন শিক্ষার্থী। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ২৮ দশমিক ৮১ শতাংশ। শুক্রবার (২৯ অক্টোবর) ভোর রাত ৪টায় ‘বি’ ইউনিটের ফলাফল দেওয়া হয়। সহকারি প্রক্টর এসএএম জিয়াউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এদিকে ‘বি’ ইউনিটে পরীক্ষায় ফেল করেছেন ২১ হাজার ৮৪ জন শিক্ষার্থী। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৭১ দশমিক ১৯ শতাংশ। সর্বোচ্চ নাম্বার পেয়েছে ৮৬.৫। জিপিএ সহ সর্বোচ্চ নাম্বার পেয়েছে ১০৬.৫। এর আগে গত বুধবার ও গত বৃহস্পতিবার (২৭, ২৮ অক্টোবর) তিন শিফটে নেওয়া হয় ‘বি’ ইউনিটের পরীক্ষা। পরীক্ষায় ৪২ হাজার ৬৬৮ জনের মধ্যে উপস্থিত ছিলেন ২৯ হাজার ৬২০ জন। অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ৪৮ জন। ‘বি’ ইউনিটের কো-অর্ডিনেটর কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ চৌধুরী বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। রাতে ফলাফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল দেওয়া হয়।
‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ৩৭৪৬: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে অনুপস্থিত ছিলেন তিন হাজার ৭৪৬ শিক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ২৭ দশমিক ২১ শতাংশ। শুক্রবার (২৯ অক্টোবর) ভর্তি পরীক্ষার তৃতীয় দিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক শিফটে সম্পন্ন হয় এ ইউনিটের ভর্তি পরীক্ষা। ‘সি’ ইউনিটে ১৩ হাজার ৯১৮ জন ভর্তি আবেদনকারীর মধ্যে অংশ নিয়েছেন ১০ হাজার ১৩২ জন। যা মোট পরীক্ষার্থীর ৭২ দশমিক ৭৯ শতাংশ। ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক এসএম সালামত উল্ল্যাহ ভূঁইয়া বলেন, পরীক্ষায় ৭৩ শতাংশ পরীক্ষার্থী অংশ নিয়েছেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বিশৃঙ্খলা বা অসদুপায়ের চেষ্টা করেননি কোনো শিক্ষার্থী।