November 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 31st, 2021, 8:03 pm

রাজপথে চলচ্চিত্র শিল্পী-কুশলীরা

অনলাইন ডেস্ক :

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শনিবার রাজপথে সমাবেশ করেছিল টেলিভিশনের ১৫টি সংগঠনের মোর্চা ‘ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন’ (এফটিপিও)। একদিন পর অর্থাৎ রোববার একই কায়দায় প্রতিবাদ জানালো চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো। এর মধ্যে আছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী, পরিচালক, প্রযোজকসহ ১৯টি সংগঠন। বেলা সাড়ে ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মূল ফটকের সামনে মানববন্ধন করেন তারা। এ প্রসঙ্গে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ বাংলাদেশ। যেকোনও প্রকার মৌলবাদের বিরুদ্ধে আমাদের সুদৃঢ় অবস্থান। যে কতিপয় স্বার্থান্বেষী ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবার ষড়যন্ত্রে লিপ্ত। আমরা তাদের ধিক্কার জানাই। সাম্প্রতিক সময়ে যারা মন্দির, পূজাম-পে হামলা করে সম্প্রীতির বন্ধন ছিন্ন করবার প্রয়াসে আমাদের রক্তাক্ত করেছে। আমরা তাদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করছি।’ মানববন্ধনে অংশ নেন চিত্রনায়ক রুবেল, ওমর সানী, আলেকজান্ডার বো, জায়েদ খান, চিত্রপরিচালক সোহানুর রহমান সোহান, শাহীন সুমনসহ অনেকেই। উল্লেখ্য, গত ১৩ অক্টোবর কুমিল্লার নানুয়া দিঘির পাড় পূজাম-পে পবিত্র কোরআন রাখাকে কেন্দ্র করে দেশের রংপুর, চাঁদপুর, সিলেট, কিশোরগঞ্জসহ বেশ কয়েকটি জেলায় হিন্দুদের ঘরবাড়ি ও মন্দিরে হামলার ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত হয় পাঁচ জন। মামলা হয়েছে অন্তত ৭২টি। এখন পর্যন্ত গ্রেফতার পাঁচ শতাধিক।