অনলাইন ডেস্ক :
শিগগিরই বার্সেলোনা তাদের নতুন কোচ হিসেবে জাভি হার্নান্দেজের নাম ঘোষণা করতে যাচ্ছে। ইতোমধ্যে কাতারি ক্লাব আল-সাদের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে বার্সা। শুক্রবার এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে তথ্যটি জানিয়েছে আল-সাদ। ২০১৯ সাল থেকে কাতারি ক্লাবটির কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জাবি। চুক্তি অনুসারে এখন আল-সাদকে রিলিজ ক্লজ দেবে বার্সেলোনা। এরপরই স্পেনের বিমান ধরবেন জাবি। বিবৃতিতে আল-সাদের প্রধান নির্বাহী কর্মকর্তা আল-আলি বলেন, জাবির বার্সায় ফিরে যাওয়ার ব্যাপারে রাজি হয়েছে আল-সাদ কর্মকর্তারা। একই সঙ্গে ভবিষ্যতে বার্সেলোনার সঙ্গে যেকোনো সহযোগিতার জন্যও আমরা প্রস্তুত। আল-সাদের ইতিহাসে জাবি সবসময় গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে এবং আমরা তার সফলতা কামনা করি।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা