অনলাইন ডেস্ক :
ফ্রান্সে ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য করোনার টিকার বুস্টার ডোজ বাধ্যতামূলক করতে যাচ্ছে দেশটির সরকার। রেস্তোরাঁয় যেতে, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে, এমনকি ট্রেনে চলাচল করতে বুস্টার ডোজ নেওয়ার প্রমাণপত্র দেখাতে হবে তাদের। স্থানীয় সময় মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এসব কথা জানান। খবর রয়টার্সের তিনি জানান, ৬৫ বছরের বেশি বয়সীদের আগামী ১৫ ডিসেম্বর থেকে বুস্টার ডোজ নেওয়ার প্রমাণপত্র দেখাতে হবে। চলতি বছরের আগস্ট থেকে ফ্রান্সের নানা স্থানে ঢুকতে প্রয়োজন পড়ে হেলথ পাস। করোনার টিকার পূর্ণ ডোজ নেওয়া থাকলেই মেলে এই পাস। ইউরোপজুড়ে করোনার সংক্রমণ বেড়েছে। জার্মানি ও যুক্তরাজ্যে গত সপ্তাহজুড়ে করোনা সংক্রমণের হার ৪০ শতাংশের ওপরে। সেদিক দিয়ে ফ্রান্সের অবস্থান বেশ ভালো উল্লেখ করে ফরাসি প্রেসিডেন্ট বলেন, মহামারি এখনও শেষ হয়ে যায়নি। তিনি বলেন, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা থেকে দেখা গেছে, টিকা নেওয়ার ছয় মাস পর থেকে শরীরে করোনার বিরুদ্ধে সুরক্ষাব্যবস্থা কমে আসে। এর জের ধরে সংক্রমণের পর জটিলতা বাড়ার ঝুঁকি থাকে। এর সমাধান হচ্ছে টিকার অতিরিক্ত একটি ডোজ দেওয়া। এদিকে দেশটিতে এখনও যারা টিকা নেননি তাদের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন ম্যাক্রোঁ।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু