অনলাইন ডেস্ক :
চলতি সপ্তায় ৫০ বিলিয়ন বা ৫ হাজার কোটি ডলার হারিয়েছেন মার্কিন ধনকুবের এলন মাস্ক। তার মালিকানাধীন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ার পড়ে যাওয়ায় এ ক্ষতির সম্মুখীন হয়েছেন মাস্ক। ব্লুমবার্গের বিলিয়নার ইনডেক্সে এটাই দুই দিনে মহাপতনের রেকর্ড। এ ছাড়া ২০১৯ সালে জেফ বোজেস-ম্যাকেঞ্জি স্কটের বিবাহবিচ্ছেদের পর একদিনে মহাপতনের সর্বোচ্চ রেকর্ডও ঘটল এবার। ২০১৯ সালের এক দিনে জেফ বোজেসের মালিকানাধীন অ্যামাজনের শেয়ার পড়েছিল ৩৬ বিলিয়ন ডলার। কর প্রদানের জন্য টেসলার ১০ শতাংশ শেয়ার বিক্রি করবেন কিনা এমন প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি জরিপ চালিয়েছিলেন এলন মাস্ক। জরিপে বেশিরভাগ মানুষ ১০ শতাংশ শেয়ার বিক্রির পক্ষে মত দেন। এর এতেই বাজারে বিরূপ প্রভাব পড়েছে টেসলার শেয়ারে। দুই দিনে দর পড়েছে প্রায় ৫ শতাংশ। টেসলার ২৩ শতাংশ মালিক এলন মাস্ক। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীও তিনি। গত দুই বছরে এলন মাস্কের সম্পদ ব্যাপক বেড়েছে। ২০২০ সালের শুরুতে মাস্ক ছিলেন বিশ্বের ৩৫তম ধনী ব্যক্তি। তবে ওই বছর তার মোট সম্পদ বেড়েছে ১৫০ বিলিয়ন ডলার। এতে তিনি বিলিয়নারদের তালিকায় শীর্ষস্থানে উঠে যান। এই সময়ে এলন মাস্কের মোট সম্পদ বা টেসলার শেয়ার স্থির থাকেনি, প্রায়ই উঠানামা করেছে। এবারও দুই দিনে ৫০ বিলিয়ন ডলার হারালেন তিনি।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু