জেলা প্রতিনিধি, পাবনা
পাবনার বেড়া উপজেলার নগরবাড়ী ঘাট সংলগ্ন রাজনারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষক করোনায় আক্রান্ত হওয়ায় বিদ্যালয় বন্ধ ঘোষনা করা হয়েছে।
আক্রান্ত শিক্ষকেরা হলেন, সহকারী শিক্ষক শামীমা আক্তার(৩২), সহকারী শিক্ষক ইফফাত আরা ও সহকারী শিক্ষক
মহব্বত আলী।
রাজনারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৪ নভেম্বর স্কুলের শিক্ষিকা শামীমা আক্তার করোনা পরীক্ষা করলে তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। ১৬ তারিখে অন্য ৭ জন শিক্ষক করোনা টেষ্ট করলে তাদের মধ্যে আরো দুই জনের শরীরে করোনা পজিটিভ রিপোর্ট আসে। এখবর শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে ছেলেমেয়েরা স্কুলের আসা বন্ধ করে দেয়। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্কুল বন্ধ করা হয়েছে।
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনসুর আলী জানান, বিষয়টি শোনার পরপরই তারা আপাতত স্কুল বন্ধ ঘোষনা করেছেন। পরবর্তী অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে।
জেলা সিভিল সার্জন ড. মনিসর চৌধুরী বলেন, রাজনারায়নপুর স্কুলের ৩ শিক্ষক করোনা পজিটিভি হয়েছেন। বিষয়টি শুনেছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি