November 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 29th, 2021, 7:55 pm

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন সাকিব

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন সাকিব আল হাসান। কিন্তু চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় চট্টগ্রামে চলমান প্রথম টেস্টে তিনি খেলতে পারেননি। এই ম্যাচে বাংলাদেশ এখন হারের পথে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলায়। এর আগে সোমবার সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফিটনেস টেস্ট দিয়েছেন সাকিব। একটি সূত্রে জানা গেছে, সাকিবের ফিটনেস টেস্টের ফলাফল সন্তোষজনক। পরীক্ষার সব প্যারামিটারেই ভালোভাবে উৎরে গেছেন সাকিব। এখন দ্বিতীয় টেস্টে সাকিবেকে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা। যদিও ফিটনেস টেস্ট নিয়ে বিসিবির চিকিৎসা বিভাগ বা টিম ম্যানেজমেন্ট এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। সাকিবকে ছাড়া চট্টগ্রাম টেস্টে ভূগতে হয়েছে বাংলাদেশকে। সাকিবের না থাকা মানে একজন স্পেশালিস্ট ব্যাটার আর একজন স্পেশালিস্ট বোলারের না থাকা। নিজেকে ম্যাচের জন্য প্রস্তুত করতে গুরু সালাউদ্দিনের দ্বারস্থও হয়েছেন সাকিব। নিজের একাডেমিতে অনুশীলন করেছেন। উল্লেখ্য, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিশ্বকাপের শেষ দুই ম্যাচ খেলা হয়নি আগের ৬ ম্যাচে ১১ উইকেট পাওয়া সাকিবের।