November 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 2nd, 2021, 7:56 pm

ভারতকে আবারও হারাল বাংলাদেশের যুবারা

অনলাইন ডেস্ক :

ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলকে টানা তিন ম্যাচে হারিয়ে দিল বাংলাদেশের যুবারা। বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল জিতেছে ৬ রানে। টস হেরে আগে ব্যাট করে মাহফিজুলের ৫৬ ও প্রান্তিক নওরোজ নাবিলের ৬২ রানে স্কোরবোর্ডে ২৩০ রান দাঁড় করায় বাংলাদেশ যুব দল। জবাবে ব্যাট করতে নেমে ২২৪ রানে থামে ভারত। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে ২৩০ রানে অল-আউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মাহফিজুল (৫৬) আর প্রান্তিক নওরোজ নাবিল (৬২) খেলেন পঞ্চাশোর্ধ দুটি ইনিংস। এ ছাড়া ফাহিম ২১, নাইমুর ২০, ইফতেখার ১৫ রান করে ছোট ছোট অবদান রাখেন। ভারতের হয়ে ১০ ওভারে ৫৩ রান তিয়ে ৫ উইকেট নেন রিশিথ। ২টি করে উইকেট নিয়েছেন গার্ভ আর নিশান্ত। জবাবে ব্যাটিংয়ে নেমে বিপদেই পড়েছিল ভারত। দলীয় ১০ রানে ভারত যুব দলের ওপেনার হারনুর ফিরে যান। তৃতীয় উইকেট জুটিতে আসে ৫২ রান। একপ্রান্ত আগলে দারুণ লড়াই করেন অংকৃশ। বাংলাদেশ প্রায় হেরেই যাচ্ছিল। তবে অংকৃশকে ৮৮ রানে ফিরিয়ে দারুণ ব্রেক থ্রু দেন রিপন। শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৮ রান আর বাংলাদেশের প্রয়োজন ছিল ২ উইকেট। ৪ বলেই দুটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে টানা তৃতীয় জয়ের স্বাদ দেন তানজিম সাকিব। ৯.৪ ওভার বল করে মাত্র ২৯ রান খরচায় সাকিব নেন ৩ উইকেট। এ ছাড়া মেহরব ৩ উইকেট নিয়েছেন ৩৬ রানে।